সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটি গঠন


Shikha BD প্রকাশের সময় : মে ১৬, ২০২৪, ২:৩৪ অপরাহ্ন /
সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটি গঠন

সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটি গঠন করা হয়েছে। গত ৬ মে (সোমবার) সিলেট নগরীর ভাতালিয়াস্থ কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল কাইয়ূম জালাল পংকী। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল কাইয়ূম জালালী পংকী-কে আহবায়ক ও শহিদুল হোসেন আহমদ মামুন-কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক এডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, মো. কামাল মিয়া (সাবেক কমিশনার), আখতার রসিদ চৌধুরী, আব্দুল ফাত্তাহ বকশী, সদস্য আলাউদ্দীন বাদশা, আফজাল উদ্দীন, শামসুদ্দীন আহমদ, শেখ মো. কবির আহমদ, সোলেমান হোসেন, বেলায়েত আহমদ লিঠন, মো. আব্দুল হাকিম, নাজিম উদ্দীন লস্কর, লল্লিক আহমদ চৌধুরী, শামীম মজুমদার, মতিউল বারী খুর্শেদ, মুফতী নেহাল, আশরাফ উদ্দীন, খসরুজ্জামান খসরু, মির্জা সম্রাট, সবুর আহমদ, রুবেল আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মাহবুবুর রহমান মন্তাজ, সোহেল আহমদ, বেলাল আহমদ, শামসুল আলম ডিস্কো, জামিল আহমদ, আব্দুল আজিজ লাকী, মিনহাজ উদ্দীন মুছা, জমজম বাদশা, মালেক আহমদ, রাজিব কুমার দে রাজু, মাহমুদ আহমদ সেলিম, সাব্বির আহমদ, আবু সাঈদ মো. তাইফ, লিয়াকত আলী, পিয়ার উদ্দীন পিয়ার, মইনুল হক স্বাধীন, লোকমান আহমদ, মাসুক আহমদ, মঈনুল ইসলাম, সালাউদ্দীন লিমন, উজ্জল কুমার চন্দ, আহছানুজ্জামান শাহিদ, আব্দুল মুহিত রফি, এম এ এইচ ইমন, মন্ঠু তালুকদার, জেহিন আহমদ, এনামুল হক সোহেল।

সভায় উল্লেখ করা হয়- বর্তমান হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য সিলেট নগরীর দূর্যোগ মূহুর্তে সিলেট সিটি কর্পোরেশনের অনিয়মের বিরুদ্ধে ও মহানগরীতে যেকোন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে উক্ত আহবায়ক কমিটি প্রতিবাদ মূলক যেকোন প্রদক্ষেপ গ্রহণ করতে পারবে।