https://shikhabd.com/google0928d57da4654288.html

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা


Shikha BD প্রকাশের সময় : মে ১৫, ২০২৪, ১:০১ অপরাহ্ন /
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে নুসরাত জাহান সিনথিয়া। এমন ভালো ফল অর্জন করলেও তার মুখে হাষি ফোটেনি।

দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ভালো কলেজে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। কারণ তার পরিবারের পক্ষে এ ব্যয়ভার বহন করা সম্ভব নয়।

অবশেষে মেধাবী এই ছাত্রীর মুখে হাসি ফোটাতে এগিয়ে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন। সিনথিয়ার কলেজে ভর্তি সহ লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন তিনি।