https://shikhabd.com/google0928d57da4654288.html
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদ’র ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট ডেল্টা স্পেশালাইজড হাসপাতালের ডাইরেক্টর বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী আব্দুল আজিজ মাসুককে ২য় বারের মতো সভাপতি এবং সমাজকর্মী মিসবাহ উদ্দিন তফাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে পরিষদের সাবেক সভাপতি আব্দুল আজিজ মাসুকের রিয়াদস্থ বাসভবনে প্রবাসী পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাচন কমিশনার এরশাদ আলী। সভায় নির্বাচন কমিশনার মাওলানা নাহিদ আহমদ, মামুনুর রশীদসহ পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, বালাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য আব্দুল আজিজ মাসুক ২য় বারের মতো সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদ’র সভাপতি নির্বাচিত হওয়ায় বালাগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু ও সাধারণ সম্পাদক মো. আমির আলী এক বিবৃতিতে তার প্রতি অভিনন্দন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :