https://shikhabd.com/google0928d57da4654288.html
টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে এবং ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল শেফ অব দ্য অ্যাওয়ার্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে টমি মিয়া’স পিঠা প্রতিযোগিতা-২০২৫।
বুধবার (২২ জানুয়ারি) বনানীর যাত্রা বিরতিতে এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সারা দেশের বিভিন্ন জেলা থেকে ঘরোয়া পিঠা নিয়ে ১৫ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। এদিন তিনজনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলেন- গৌরব দাস (১ম), জহুরা মহিউদ্দিন তিথি (২য়) এবং কামরুল নাহার বকুল (৩য়)। এর আগে ঢাকা, সিলেট, মৌলভীবাজারের প্রতিযোগিতার ১ম পর্ব অনুষ্ঠিত হয়।
ফাইনালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ইন্টারনাশনাল সেলিব্রিটি শেফ কিং টমি মিয়া। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ডা. দিনাক সোহানী পিংকি, নাহিদ ফেরদৌসি, শামিম আরা মুন্নি ও নারগিস মজিদ লিমা, শায়লা রহমান ইমা, নাজিয়া তারিক। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম। ফাইনালে আরো উপস্থিত ছিলেন টমি মিয়া’স ইন্সটিটিউট সিলেটের এডমিন ম্যানেজার ও কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুম, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল, টমি মিয়া’স ইন্সটিটিউট মৌলভীবাজার ব্রাঞ্জের মার্কেটিং এক্সিকিউটিভ ম্যানেজার সুমন মিয়া, জামিল আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :