https://shikhabd.com/google0928d57da4654288.html
দক্ষিণ সুরমা ইউথ এসোসিয়েশন ইউকের অভিষেক, সংবর্ধনা ও গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পুর্ব লন্ডনের মায়েদা ব্যাংকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র প্রেসিডেন্ট জমিরুল ইসলাম সিরাজ, ভাইস প্রেসিডেন্ট ও খোজার খলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সদস্য যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ, সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র সেক্রেটারি দবিরুল ইসলাম দবির, জয়েন্ট সেক্রেটারি মেহরাব উদ্দিন। অনুষ্ঠানে বিলেতে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলার মুরব্বীয়ান, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান ও আমিনুল ইসলাম আনহার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাফি। অনুষ্ঠানে গুণীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, তরুণরাই উন্নয়নের চালিকাশক্তি। তারা সামাজিক উন্নয়ন ও কল্যাণের পাশাপাশি মানবিক কাজ করার মাধ্যমে সমাজ ও মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা বহিঃপ্রকাশ করবে। বক্তারা তারুণ্যের উদ্যমে মানবতার জয়গান ও হৃদয়ে সমাজসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত দক্ষিণ সুরমা ইউথ এসোসিয়েশন ইউকের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। বক্তারা এই সংগঠনের মাধ্যমে যুক্তরাজ্যে বসবসকারী বাংলাদেশের তরুণরা মানবিকতার বন্ধনে একত্রিত হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আমন্ত্রিত অতিথি ও নেতৃবৃন্দের অংশগ্রহণে কেক কাটা ও গালা ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :