https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যলয়ে বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সমিতির ২৮৭ জন সদস্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনে ৬টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে সভাপতি পদে সিরাজুল হুসেন আহমদ ও সমর বিজয় সী শেখর, সহ-সভাপতি পদে গিয়াস উদ্দিন চৌধুরী ও মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আজিজুর রহমান ও মুহাম্মদ ফজলুর রহমান শিপু, যুগ্ম সম্পাদক-০১ পদে অজিত কুমার রায় ও জাকিয়া জালাল, সহ-সম্পাদক পদে মোসা. ইসরাত জাহান নিপা ও শামছুল ইসলাম দোষ্কী, নির্বাচন কমিশনার পদে মো. মাজাহারুল হক ও সদরুল হাসান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিপূর্বে যুগ্ম সম্পাদক-২ পদে মোহাম্মদ জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে প্রভাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক পদে সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক পদে মওদুদ আহমদ এবং সদস্য পদে মো. সোলেমান হোসেন খান, মো. রফিকুল হক, মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট, মোহাম্মদ আব্দুল আলিম পাঠান, মো. আবুল ফজল, সুব্রত কুমার রায়, মো. হাছনু চৌধুরী, কাউছার মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আজমল হোসেন অ্যাডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. ইফতিয়াক হোসেন মঞ্জু সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনার জন্য সমিতির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :