https://shikhabd.com/google0928d57da4654288.html
টমি মিয়া’স পিঠা প্রতিযোগিতা-২০২৫ এর মৌলভীবাজার পর্ব সম্পন্ন হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুসুমবাগস্থ কার্যালয়ে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
প্রায় শতাধিক প্রতিযোগীর মধ্যে ফাইনাল পর্বে অংশ নেয়ার জন্য ৩ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। তারা হলেন- মেহেদী হাসান তুহিন (১ম), ফারজানা ইয়াসমিন (২য়), নাফিজা ফিরোজ (৩য়)। আগামী ২২ জানুয়ারী ঢাকার বনানীস্থ যাত্রা বাড়ি রেস্টুরেন্টে ফাইনাল রাউন্ডে ঢাকা, সিলেট ও মৌলভীবাজার থেকে বাছাইকৃত ১৫ জন প্রতিযোগী অংশ নিবেন।
মৌলভীবাজার পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন- বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল, টমি মিয়া’স ইন্সটিটিউট মৌলভীবাজার ব্রাঞ্জের মার্কেটিং এক্সিকিউটিভ ম্যানেজার সুমন মিয়া, মৌলভীবাজার ব্রাঞ্জের চীফ ট্রেইনার আহমেদ রিয়াদ ও একাউন্টস এক্সিকিউটিভ শামসুল ইসলাম শামি। আরো উপস্থিত ছিলেন জামিল আহমদ প্রমুখ।
বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেলিব্রেটি শেফ কারি কিং টমি মিয়া এম.বি.ই. এর টমি মিয়া’স হসপিটালিটি মেনেজম্যান্ট ইনসটিটিউট এর উদ্যোগে এই প্রতিযোগিতার তত্বাবধান করছে ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল শেফ অব দ্যা অ্যাওয়ার্ড’। প্রতিযোগিতায় ১ম বিজয়ীকে ৩০,০০০ টাকা, ২য় বিজয়ীকে ২০,০০০ টাকা এবং ৩য় বিজয়ীকে ১০,০০০ টাকা প্রদান করা হবে। এছাড়া বাছাইকৃত ১০জনকে সার্টিফিকেট প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :