https://shikhabd.com/google0928d57da4654288.html
আসন্ন শ্রী শ্রী সরস্বতী পূজা শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখা। নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে গত শুক্রবার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ডা. নবদ্বীপ লাল দাস, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল, অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, অ্যাডভোকেট কল্যাণ ব্রত চৌধুরী, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অ্যাডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী, অধ্যাপক ডা. সুশান্ত মজুমদার, বীর মুক্তিযোদ্ধা পান্নালাল রায়, বিশ্বজিৎ দেবরায়, সমর দাস, অ্যাডভোকেট সন্তু দাস, অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, অ্যাডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু, জিডি রুমু, হারাধন দেব প্রভাষ, বুদ্ধ দাস, রনিপাল, অর্জুন ঘোষ, রকি দেব, অমিত ত্রিবেদী মনমোহন দেবনাথ, দিপংকর দাস, উত্তম ঘোষ, যীশুকৃষ্ঞ দেব জনি, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দেব মাধব, রাজিব দে, উজ্বল রঞ্জন চন্দ, সুদীপ জ্যোতি এস, ডা: ঋত্বিক আচার্য, জয়ন্ত তালুকদার, রাজীব পাল, রিপন শীল, তাপস সিনহা, রুহিত সিংহ, রামানুজ গুপ্ত, সচিন প্রমুখ।
সভায় বক্তারা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপনসহ শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। সেই সাথে একটি শৃঙ্খলা কমিটি গঠন করে শোভাযাত্রা সমন্বয়ের জন্য মতমত তুলে ধরেন। সিলেটের সাম্প্রদায়িক সম্প্রতির কথা বিবেচনায় রেখে প্রশাসনসহ সকলের সহযোগীতায় শান্তিপূর্ণভাবে আসন্ন শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন হবে মর্মে মতামত ব্যাক্ত করেন বক্তারা।
আপনার মতামত লিখুন :