https://shikhabd.com/google0928d57da4654288.html
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় “তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫” এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে নিম্নোক্ত ইভেন্টসমূহ অনুযায়ী সিলেট জেলা অ্যাথলেটিকস দল গঠনের জন্য ‘সিলেট জেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫’ আগামী ২০ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী সিলেট জেলার ১৩টি উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন এর অ্যাথলেটদেরকে সংশ্লিষ্ট ইভেন্টসমূহের পোষাক পরিহিত অবস্থায় আগামী ২০ জানুয়ারি ২০২৫ সোমবার সকাল ০৯.০০ টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে স্বশরীরে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন।
প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, জাতীয় অ্যাথলেটিকস এ পদকধারী কোন অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া কোন সার্ভিসেস দল ও বিকেএসপি’র প্রশিক্ষণার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ১০০ মিটার পুরুষ ও মহিলা, ২০০ মিটার পুরুষ ও মহিলা, ৪০০ মিটার পুরুষ ও মহিলা, ৮০০ মিটার পুরুষ, ১৫০০ মিটার পুরুষ, লং জাম্প পুরুষ ও মহিলা, হাই জাম্প পুরুষ ও মহিলা, শর্টপুট পুরুষ ও মহিলা, ডিসকাস থ্রো পুরুষ ও মহিলা, ৪ X ১০০ মিটার রিলে পুরুষ ও মহিলা।
আপনার মতামত লিখুন :