https://shikhabd.com/google0928d57da4654288.html
থইবা স্মৃতি ৩য় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরীর আম্বরখানা মণিপুরী পাড়ায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
টুর্ণামেন্টে দ্বৈত ইভেন্টে বিজয়ী হয় রনক-স্পিহা জুটি ও রানার্সআপ হয় আরিয়ান-বর্ণালি জুটি। একক ইভেন্টে বিজয়ী হয় রনক ও রানার্সআপ হয় লানচেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও নগরীর ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদির ছমসু বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা অতি জরুরী। খেলাধুলা আমাদের শরীরকে ফিট রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি এলাকায় এ ধরনের খেলাধুলার আয়েজন করা প্রয়োজন।
আম্বরখানা মণিপুরী পাড়ার সভাপতি পঞ্চু সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক আব্দুস সামাদ, ব্যাডমিন্টন কোচ প্রদীপ সিংহ, ক্রীড়াব্যক্তিত্ব বদর সিংহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রয়েল সিং গুলু, সুমন সিংহ, সজল সিংহ, চিতা সিংহ, লিটন সিংহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :