https://shikhabd.com/google0928d57da4654288.html

খাদিমপাড়া ইউনিয়নের সিরাজনগরে নিরাপদ পানি ব্যবস্থাপনা নেটওয়ার্কের উদ্বোধন


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন /
খাদিমপাড়া ইউনিয়নের সিরাজনগরে নিরাপদ পানি ব্যবস্থাপনা নেটওয়ার্কের উদ্বোধন

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের সিরাজনগরে নিরাপদ পানি ব্যবস্থাপনা নেটওয়ার্ক চালু হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নিরাপদ পানি ব্যবস্থাপনা নেটওয়ার্কের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনূর রুবাইয়াত।
প্রধান অতিথির বক্তব্যে খুশনূর রুবাইয়াত বলেন, নিরাপদ পানি ব্যবস্থাপনার এই নেটওয়ার্ক স্থানীয় জনগণের জন্য নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানির নিশ্চয়তা প্রদান করবে। এই পানি সরবরাহ কেন্দ্রটি দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য স্থানীয়দের সম্পৃক্ততা জরুরি এবং অন্যান্য এলাকার জন্য এটি একটি মডেল হতে পারে। তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং আইডিই বাংলাদেশ-এর নবাগত ও টেকসই উদ্যোগ সম্পর্কে উচ্চমূল্যায়ন করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সিরাজনগর নিরাপদ পানি ব্যবস্থাপনা কমিটির অধীনে পরিচালিত এই উদ্যোগটি উদ্যোক্তা শিরিনা আক্তার সুমি-এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এখানে উন্নত আয়রন রিমুভাল ও ইউভি ফিল্টারেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ১০০% বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করে। পানি বিতরণের জন্য প্রিপেইড এটিএম কার্ড এবং মাসিক সাবস্ক্রিপশন মডেল চালু করা হয়েছে, যা সবার জন্য সাশ্রয়ী ও সহজলভ্য। বর্তমানে, এই উদ্যোগের সুবিধাভোগীদের মধ্যে ৫০টিরও বেশি পরিবারের সদস্য, বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও দুগ্ধদানকারী মায়েরা অন্তর্ভুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রযুক্তিগত উপস্থাপনা, যেখানে টেট্রা ওয়াটার লিমিটেড উন্নত পানি পরিশোধন প্রযুক্তি এবং প্রিপেইড পানির বিতরণ ব্যবস্থা সম্পর্কে বিশদ আলোচনা করে। এরপর উদ্যোক্তা শিরিনা আক্তার সুমি তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি নিরাপদ পানি সরবরাহে তার যাত্রা, মান নিশ্চিতকরণ এবং টেকসই উদ্যোগ পরিচালনার প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করেন। উদ্বোধনী পর্বে, প্রধান অতিথি এটিএম-ভিত্তিক পানির বিতরণ ব্যবস্থা ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটি উদ্বোধন করেন, যা পরে একটি  মোরক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখা হয়।
আইডিই বাংলাদেশের প্রকল্প ম্যানেজার মোঃ হান্নান আলী বলেন, এই উদ্যোগটি স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে উদ্যোক্তাদের মাধ্যমে টেকসই মডেল তৈরি করার অংশ। তিনি গ্রামীণ জনগণের জন্য নিরাপদ পানি ব্যবস্থা সম্প্রসারণে আইডিই বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বক্তারা কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ এবং ব্যবস্থাপনার দায়িত্বগ্রহণের আহ্বান জানান, যাতে এই নিরাপদ পানির প্রকল্পটি দীর্ঘমেয়াদে সফলভাবে পরিচালিত হয়।