https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি বিদ্যাপীঠ জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন গতকাল শনিবার (১৮ জানুয়ারি) শুরু হয়েছে।
সকাল ১০ ঘটিকায় জামেয়ার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ সাহেবের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ১ম দিনে প্রধান অতিথি হিসাবে বোখারী শরিফে শেষ দারস ও বয়ান পেশ করেন শায়খুল মাশায়িখ হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন পীরসাহেব ঢালকানগরী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা ওলী উল্লাহ আজাদী ঢাকা, মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা মকবুল হুসাইন প্রমুখ।
সম্মেলনের ১ম দিনে সিলেট বিভাগভিত্তিক আকর্ষনীয় ক্বিরাত প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
জামেয়ার ২ দিনব্যাপী মহাসম্মেলনের ২য় দিন রোববার (১৯ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি আবদুল মান্নান সাহেব পাকিস্তান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি আবুল হাসান জকিগঞ্জ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নূরুল হক নবীগঞ্জ প্রমুখ। এতে ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ।
আপনার মতামত লিখুন :