https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের ব্যাংকগুলোকে লুট করেছে। ব্যাংকিং খাতকে ধ্বংস করে আওয়ামী লীগ বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চরম অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ লুট ও বিদেশে পাচার করে ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে। তাদের লাগামহীন নৈরাজ্য ও লুটপাটে দেশের অর্থনীতিতে ধ্বস নেমেছিল। তিনি বলেন, আমাদের এখন দেশ পুনর্গঠন করতে হবে। বিশেষ করে দেশের অর্থনীতিকে সুস্থির করে জনমনে শান্তি নিয়ে আসতে হবে। এজন্য যতদ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। আশা করি অবিলম্বেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভাষা বুঝে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
তিনি শনিবার (১৮ জানুয়ারি) জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি সিলেট বিভাগের উদ্যোগে আম্বরখানাস্থ জনতা ব্যাংক পিএলসির হল রুমে ‘ফ্যাসিসবাদ পরবর্তী বাংলাদেশ ও বাংলাদেশী জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কয়েস লোদী বাংলাদেশ অর্থনীতিতে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের অবদানের কথা তুলে ধরে বলেন, তিনি সর্বদা দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ও উন্নত দেশ গড়তে অর্থনীতিকে শক্তিশালী করতে সাহসী ভূমিকা রেখেছিলেন।
সমিতির সিলেট বিভাগীয় শাখার সভাপতি মুহাম্মদ ছয়ফুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট এরিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় সভাপতি সাইফুল আবেদীন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক এরিয়া অফিস সিলেটের উপ-মহাব্যবস্থাপক দেবশিস দেব ও সমতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মুনির আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় শাখার এজিএম শুভাশীষ চক্রবর্তী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও জুলাই বিপ্লবের আহত বীর রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারহান সাদমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাহবুব উল ইসলাম, বিভাগীয় কার্যালয়ের স্টাফ অফিসার জিয়াউর রহমান, এরিয়া কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস মিয়া, এরিয়া কমিটির সভাপতি ফারুক মিয়া এবং বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার এজিএম আব্দুর রকিব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামসুল ইসলাম ও গীতা পাঠ করেন শাওন চক্রবর্তী।
আপনার মতামত লিখুন :