https://shikhabd.com/google0928d57da4654288.html
সিলেট সরকারি আলীয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমতস্বরুপ। রাষ্ট্র পরিচালনা থেকে পরিবার। দৈনন্দিন জীবনযাপন থেকে প্রাণি-বৃক্ষরাজির প্রতি কর্তব্য সম্পর্কে তিনি শিক্ষা দিয়েছেন। ভোগবাদী সমাজ ব্যবস্থা মানুষকে পশুতে পরিনত করেছে। আমাদের শান্তিময় ও নিরাপদ জীবনের জন্য শুধু জাগতিক শিক্ষা অর্জন করলেই হবে না। আলোকিত মানুষ হতে হলে আমাদের রাসূল(সা.) এর আদর্শের অনুসরণ-অনুশীলন করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো শিক্ষার্থী, ভালো মানুষ হওযার জন্য রাসূল(সা.) তোমাদের আদর্শ। জ্ঞান অর্জনের পাশাাপাশি ইসলামের আলোকে চরিত্র গঠন, ভাতৃত্ববোধ, পিতামাতা, শিক্ষক সহ গুরুজনদের মান্য করা, অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। তবে সুন্দর জীবন ও আলোকিত অন্তরের অধিকারী হবে। যতই বিপদ, দুর্যোগই আসুক’না কেন কেউ হারিয়ে যাবে না।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক সিরাত মাহফিল-২০২৫ এবং ক্বিতরা, হামদ-নাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জিল্লুর রহমান। প্রভাষক ইউনুছ চৌধুরী ও মোহাম্মদ জুলহাস মিয়ার পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের প্রধান সাইদ আহমদ হাসান রিমন। মাহফিলে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মুছাম্মৎ কুলসুমা বেগম, প্রভাষক মুহাম্মদ আল মাসুদ, ফরিদা ইয়াছমিন, নন্দিতা পাল, সাইফুল ইসলাম, কাজল চন্দ্র পাল, নাজমা খাতুন, বিধান চন্দ্র দাস, শারমীন আক্তার মুক্তা, মো. মকছেদ আলী, নিরুপম চক্রবর্তী, মনির আহমদ মনির, আব্দুল কুদ্দুস, ফাহমিদা আক্তার সেতু, প্রদর্শক নাজিম উদ্দিন, সহকারী লাইব্রেরিয়ান খায়রুল ইসলাম প্রমুখ। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কিবরিয়া এবং মাহদ-নাত পরিবেশন করেন জাহিদ আহমদ, মুজাম্মিল আহমদ, সাব্বির আহমদ, রাজন আহমদ ও আব্দুল করিম। মাহফিলে দোয়া পরিচালনা করেন ঢাকাদক্ষিণ দারুল উলুম হোসাইনিয়া ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি খালেদ আহমদ। পরে প্রতিযোগিতায বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলেদেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :