https://shikhabd.com/google0928d57da4654288.html

মার্শাল আর্টের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে: বদরুজ্জামান সেলিম


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ৫:২২ অপরাহ্ন /
মার্শাল আর্টের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে: বদরুজ্জামান সেলিম

সিলেট মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটের চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রধান উপদেষ্টা বদরুজ্জামান সেলিম বলেছেন, যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং তাদের নৈতিক উন্নয়নের জন্য খেলাধুলা ও শারীরিক ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাইনিজ মার্শাল আর্ট একাডেমি দীর্ঘদিন ধরে যে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে, তা সত্যিই অনুকরণীয়। এই একাডেমি শুধুমাত্র শারীরিক দক্ষতা বৃদ্ধি নয়, বরং শৃঙ্খলা, অধ্যবসায়, এবং সাহসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি বিশ্বাস করি, উশু ও অন্যান্য মার্শাল আর্টের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। পাশাপাশি, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তারা দেশের জন্য আরো গৌরব বয়ে আনবে। এসব আয়োজনে আমার সর্বোচ্চ সাপোর্ট থাকবে।
কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে অন্যান্য স্পন্সর সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মনে করি এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা অনুপ্রাণিত হবে এবং আগামীর সাফল্যে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আগামীতেও যেন তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এই আশা করছি।
তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলায় চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রশিক্ষণ গ্রাইন্ডে কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ- ২০২৫ চ্যাম্পিয়নশিপে চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষণার্থীরা জুনিয়র প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় এবং চাইনিজ মার্শাল আর্ট একাডেমি রানার্সআপ অর্জন করায় খেলোয়ারদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক উশু কোচ মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং একাডেমীর সদস্য আফজাল আহমদ এবং উশু খেলোয়াড় সুহাইল আহমদের যৌথ পরিচালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বদরুজ্জামান সেলিম পুত্র ও ইউকের বিশিষ্ট ব্যবসায়ী ফারহানুজ্জামান মাহির, একমি ল্যাবরেটারিজ লি. এর সিনিয়র এমপিও ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমির সদস্য সামন্ত চৌধুরী, আলী কমেপ্লক্সের ম্যানেজিং পার্টনার ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমির সদস্য তানভীর আহমেদ, ট্রাস্ট ব্যাংক সুনামগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার অভিভাবক মো. সাইফুর রহমান, সিলেট জেলা উশু এসোসিয়েশনের সদস্য শাকিরুল ইসলাম গৌছ, চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্ল্যাকবেল্ট হোল্ডার আব্দুর রউফ, বাংলাদেশ উশু ফেডারেশনের জাতীয় জাজ ও কোচ আলমগীর হোসাইন,
এদিকে এই অনুষ্ঠানে চাইনিজ মার্শাল আর্ট একাডেমির আয়োজনে ও সিলেট সিটি ফাউন্ডেশনের সহযোগিতায় ৮দিন ব্যাপী শীতকালীন মার্শাল আর্ট ক্যাম্পিং এর ৪৪জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি