https://shikhabd.com/google0928d57da4654288.html
বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন কাজী নজরুল ইসলাম। সেই উপলক্ষ্যে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজোন করে আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট জিন্দাবাজার নজরুল একাডেমিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবৃত্তি প্রশিক্ষক বিমল করের সভাপতিত্বে প্রিয়াশ্রী কর পিউর উপস্থাপনায় প্রধান অতিথি হয়ে উপস্থিতি ছিলেন সহযোগী অধ্যাপক সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. শাহদাত চৌধুরী। প্রধান আলোচক হয়ে উপস্থিত ছিলেন সিলেটের প্রবীণ সঙ্গীতজ্ঞ হিমাংশু বিশ্বাস। বিশেষ অতিথি হয়ে উপস্থিতি ছিলেন বেতার ও টেলিভিশন কণ্ঠ শিল্পী অনিতা সিংহা।সিমান্তিক আইডিয়াল স্কুলের লেকচারার মুস্তাফিজুর রহমান ।বক্তব্য রাখেন জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দিরাইয়ের নারায়ন দাস। শিক্ষক হিমাংশু রায় হওমেল,শিক্ষক কমল কান্ত তালুকদার। কবি ও আবৃত্তি শিল্পী মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানের শুরুতেই শহীদদের আত্মার শান্তি কামনান্তে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর পরই মুক্তাক্ষরের আয়োজিত ব্রুশিয়ারের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে প্রথমদিকে আবৃত্তি পরিবেশন করে রাজশ্রী,মরিয়ম,সিনথিয়া, আদিত্য, নিনো,তাইবা,শ্রুতি,প্রান্ত ও প্রিয়ান্তু কর স্বপ্ন। সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে প্রিয়ান্তু কর স্বপ্ন। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :