https://shikhabd.com/google0928d57da4654288.html

হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বানের মাটি ভরাট কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন /
হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বানের মাটি ভরাট কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বান এর মাটি ভরাট কাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার (১৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।
বারইগ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্ররাসার মুহতামিম শায়খ মাওলানা নুরুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী হাজী লিয়াকত আলী।  হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বান এর পরিচালনা কমিটির সেক্রেটারি খালেদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খড়ারিয়া মাদ্রাসার মুহতামীম শেখ আব্দুল কাদির, রায়বান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রকিবুল হাসান, মুরতিরচক জামে মসজিদের খতিব মাওলানা জামাল আহমদ, বারইগ্রাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলাউল হক, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব, হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বান এর ভূমিদাতা মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী, ভূমিদাতার ছেলে মাওলানা সাইফুর রহমান শোয়েব, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ছালেহ আহমদ। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি আফরোজ আলী, শামীম আহমদ, তজম্মুল আলী, মখজ্জুল মিয়া, ডা. মইজ উদ্দিন, নজরুল ইসলাম পংকি, মখলিছ মিয়া, আব্দুল মালিক, আমিন আহমদ, তোফায়েল আহমদ সাইস্তা, সমাজসেবী কামরানুল ইসলাম অপু প্রমুখ। এছাড়াও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা রায়বান এর ভূমিদাতা মরহুম মতিউর রহমান ও মরহুমা ময়মুনা খাতুনের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা নুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সমাজে মাদরাসার অস্তিত্ব অপরিহার্য। নৈতিক, আদর্শিক ও চারিত্রিক দৃঢ়তাসম্পন্ন জনশক্তি উৎপাদনে মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদরাসায় ইলম অর্জনের মাধ্যমে আলেমরা মানুষকে মহান আল্লাহ ও রাসুলের দেখানো পথে চলতে সহযোগিতা করেন। তাই মাদরাসা শিক্ষার সাহায্য-সহযোগিতায় সকল মসলমানদের এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, জীবিত থাকা অবস্থায় মসজিদ, মাদ্রাসা ও দ্বীনি  প্রতিষ্ঠানের কাজে শরিক থাকলে ইহকালের শান্তি লাভ করবে। বক্তারা দ্বীনি শিক্ষা অর্জনের লক্ষে ছেলে-মেয়েদের মাদরাসায় লেখাপড়া করানোর জন্য অভিভাবক ও সচেতন মহলের প্রতি আহবান জানান।