https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেটে মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে সম্মাননা স্মারক পেলেন আরিফ উদ্দিন ওলি


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৫, ১:৫২ অপরাহ্ন /
সিলেটে মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে সম্মাননা স্মারক পেলেন আরিফ উদ্দিন ওলি

কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন আয়োজিত ‘মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার (১১ জানুয়ারি) সিলেটের আবুল মাল আব্দুল মুহিত জিমনেশিয়ামে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ
প্রতিযোগিতার আয়োজন কমিটির প্রধান সমন্বয়ক,জাতীয় উশু খেলোয়াড় ও আন্তর্জাতিক মার্শাল আর্টে স্বর্ণপদক বিজয়ী মো. আরিফ উদ্দিন ওলিকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় আরিফ ওলি বলেন, সম্মাননা গ্রহণকালে মো.আরিফ উদ্দিন ওলি বলেন, এই সম্মাননা স্মারক শুধুমাত্র আমার একার নয়, এটি তাদের জন্য, যারা আমাকে সবসময় সমর্থন, অনুপ্রেরণা এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন। আমি কখনো কল্পনাও করিনি যে,বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের ভালোবাসা মো.আরিফ উদ্দিন (ওলি) আরও এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এবং কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন যেভাবে দেশের ক্রীড়া বিকাশে কাজ করছে,তা সত্যিই প্রশংসনীয়।এছাড়া দেশ-বিদেশ এবং বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় কম্পিটিশন করে সম্মান অর্জন করেছেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং
বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়কে “ভবিষ্যতের নায়ক” হিসেবে আখ্যা দেন মো. আরিফ উদ্দিন ওলি। তিনি বলেন,“যারা আজ বিজয়ী হননি, তারাও এই মঞ্চের একেকজন নায়ক। প্রতিটি অভিজ্ঞতা ভবিষ্যতের সাফল্যের জন্য শক্ত ভিত্তি গড়ে দেয়।”এই প্রতিযোগিতার মাধ্যমে সিলেটসহ সারা দেশে মার্শাল আর্টের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, নিয়মিত এ ধরনের চ্যাম্পিয়নশিপ আয়োজন করলে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে। মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫-এর সফল সমাপ্তি এক ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে। এটি তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছে এবং তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার মঞ্চ প্রস্তুত করেছে।বিজ্ঞপ্তি