https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেটে মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে  ডাবল স্বর্ণপদক অর্জন করেছে আরাফাত


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৫, ১:১৬ অপরাহ্ন /
সিলেটে মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে  ডাবল স্বর্ণপদক অর্জন করেছে আরাফাত

চাইনিজ মার্শাল আর্ট একাডেমি আয়োজিত কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন ‘মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এ ডাবল স্বর্ণপদক অর্জন করেছে মো. আরাফাত হোসেন। সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত জিমনেশিয়ামে গত ১০ ও ১১ জানুয়ারি দুই দিনব্যাপী আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে চানচুয়ান ও দাউসু জুনিয়র সি-গ্রুপ ইভেন্টে অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করে। টুর্ণামেন্টে বাংলাদেশের বিভিন্ন জেলার ক্লাবের খেলোয়াররা অংশ নেয়।
পুুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ উশু ফাউন্ডার্স ফোরামের মহাসচিব ও বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু  আরাফাতের হাতে স্বর্ণপদক তুলে দেন।
মো. আরাফাত হোসেন চাইনিজ উশু ফাইটার স্কুলের খেলোয়ার এবং চাইনিজ মার্শাল আর্ট একাডেমি  ও চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের ছেলে। আরাফাত হোসেন এবারই প্রথমবারের মতো কোন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নিয়ে  ডাবল স্বর্ণপদক অর্জন করেছে। সে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায়।