আট দফা দাবি বাস্তবায়নে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকা আগামী ২০ জানুয়ারি সিলেট নগরীর হুমায়ুন চত্ত্বরে বিশাল শ্রমিক মহা সমাবেশ ও দাবি আদায় না হলে ২৬ জানুয়ারি থেকে সিলেটে শ্রমিক কর্মবিরতি সফলের লক্ষ্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ২টায় দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরী সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ৭০৭ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়ার পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ৭০৭ এর প্রধান নির্বাচন কমিশনার মানিক খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিলু মিয়া, ৭০৭ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক কাওছার আহমেদ কল্যান সম্পাদক মোঃ মন্নান মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব চৌধুরী, এম. বরকত আলী, লিটন আহমেদ, সুজন মিয়া, মুহিবুর রহমান এপলো, রাজা আহমেদ রাজা, রফিকুল ইসলাম, মোঃ জলিল মিয়া, আলা উদ্দিন, মো. রফিক, মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আলা উদ্দিন, মহানগর উপ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, টিলাগড় পয়েন্ট উপ-পরিষদের সাংগঠনিক আব্দুল্লাহ, অফিস সহকারী সম্পাদক আসকর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরুধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে। মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টোল বিশেষ করে এম,এ,খাঁন লামাকাজি সেতুর টোল আদায় বন্ধ করতে হবে। বিভিন্ন যানবাহনের শ্রেণি বিন্যাসকৃত ২০২৩ইং সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দিতে হবে ও সিলেটের সকল সি.এন.জি. চালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘ সুত্রিতার সমাধান দিতে হবে, সিলেটের সকল পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সিলেটে সকল লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে। প্রশাসনের লোক ছাড়া কেহ যেন লোড ট্রাক না আটকায় তাহার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৫ শে জানুয়ারির মধ্যে দাবি না মানলে ২৬ জানুয়ারি থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন।
আপনার মতামত লিখুন :