https://shikhabd.com/google0928d57da4654288.html

পশ্চিম ধরাধরপুর জামে মসজিদে ওয়াজ মাহফিল বুধবার


Shikha BD প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৫, ১২:০৩ অপরাহ্ন /
পশ্চিম ধরাধরপুর জামে মসজিদে ওয়াজ মাহফিল বুধবার

সিলেট সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের হাজী সৈয়দ তবারক আলী গং ওয়াকফ এস্টেট এর পশ্চিম ধরাধরপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বুধবার (১৫ জানুয়ারি) এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান মুফাসসীরে কোরআন, শায়খুল হাদীস মুফতি আব্দুল বাতেন কাসেমী সাহেব, ঢাকা। মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকবেন এ.ইউ.ভি ইউনির্ভারসিটি’র সহযোগী অধ্যাপক ও উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. শায়েখ রফিকুল ইসলাম আল-মাদানী। মাহফিলে সভাপতিত্ব করবেন মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ মাহবুব ই-জামিল ও সহকারী মোতাওয়াল্লী হাজী শফিক মিয়া।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জামিয়া ফারুকিয়া বাগবাড়ী সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী, মাওলানা মিছবাহ উদ্দিন আহমদ হবিগঞ্জী, পশ্চিম ধরাধরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমাদ উদ্দিন রব্বানী।
সকাল ১০টায় শিশু কিশোরদের হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা শুরু হবে। বিকেল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন সাবেক সিনিয়র যুগ্ম সচিব সৈয়দ মাহবুব ই-জামিল।
মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছেন, ইসলামি শিক্ষা এবং কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের বার্তা তুলে ধরাই এই মাহফিলের মূল উদ্দেশ্য। ওয়াজ মাহফিলে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।