https://shikhabd.com/google0928d57da4654288.html
পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চল প্রধান ও উপ মহা-ব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী বলেছেন, পূবালী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেরও ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য বৃদ্ধি এবং পরিবেশগত সমস্যা মোকাবেলা করতে পূবালী ব্যাংক সারাদেশে বৃক্ষরোপন করে যাচ্ছে। তিনি বলেন, গাছ ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে যার ফলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। বিশ্বকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে গাছপালার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন উজাড়, মাটির ক্ষয়, মরুকরণ, গ্লোবাল ওয়ার্মিংসহ নানা পরিবেশগত সমস্যা মোকাবেলা করতে আমাদের বেশি করে বৃক্ষরোপন করতে হবে।
তিনি সোমবার (৬ জানুয়ারি) পূবালী ব্যাংক পিএলসি শাহী ঈদগাহ শাখার উদ্যোগে নগরীর টিভি গেইটস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেটে বৃক্ষরোপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টিচার্স সরকারি ট্রেনিং কলেজ সিলেটের অধ্যক্ষ প্রফেসর আব্দুল সাজিদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চলের সহকারী মহা-ব্যবস্থাপক উজ্জ্বল হালদার, ব্যাংকের শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক কাজী মোছাঃ মাহবুবা বেগম, বাংলা বিভাগের অধ্যাপক মোছাঃ নীলুফার খানম, গণিত বিভাগের অধ্যাপক মোঃ ফরিদুল হক, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামিক আইডিওলজি’র সহকারী অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (অর্থনীতি) মোছাঃ রিজওয়ানা মতিন। নবম ব্যাচের শিক্ষার্থী আহমদ আল মাহফুজের সঞ্চালনায় সভায় শিক্ষকদের মধ্যে শ্রী বিধান চক্রবর্তী ও সাদেকুর রহমান সাত্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডুকেশন সোসাইটি সভাপতি ও পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাদির, বাহার, জাহিদুল, রাব্বি, সন্দীপ, আলামীন ও সজীবসহ প্রমুখ। শুরুতে কোরআন তেলওয়াত করেন অষ্টম ব্যাচের শিক্ষার্থী মোঃ আরিফুল হক এবং গীতাপাঠ করেন ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী তূর্য়ময় বর্মন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিল এডুকেশন সোসাইটি । অনুষ্ঠানে সকল শিক্ষক, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ সরকারি ট্রেনিং কলেজের ক্যাম্পাসে নানা জাতের বৃক্ষরোপন করেন।
আপনার মতামত লিখুন :