https://shikhabd.com/google0928d57da4654288.html

উৎসবমুখর পরিবেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করার আহ্বান প্রচার উপ-কমিটির


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন /
উৎসবমুখর পরিবেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করার আহ্বান প্রচার উপ-কমিটির

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের একটি বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় টুর্নামেন্টের এই বিশেষ ম্যাচে সিলেট বিভাগীয় লাল ও সবুজ দল টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হবে।

এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রচার উপ-কমিটির আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, এই টুর্নামেন্ট আমাদের ক্রীড়ামোদী জনগণের মধ্যে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দিতে একটি অনন্য সুযোগ। আমরা বিশ্বাস করি, এই আয়োজন সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্যম যোগ করবে। খেলার মাধ্যমে যুবসমাজকে উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হবে।
আমরা সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা, পৌরসভা এবং মহানগরের সকল ওয়ার্ডের ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের নাগরিকদের এই বিশেষ খেলার অংশ হতে আমন্ত্রণ জানাই। আপনারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করুন এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করুন।
উল্লেখ্য, এই ম্যাচটি উপভোগ করার জন্য সর্বসাধারণের প্রবেশ উন্মুক্ত থাকবে এবং কোনো প্রকার টিকেটের প্রয়োজন হবে না। বিজ্ঞপ্তি