https://shikhabd.com/google0928d57da4654288.html

‘আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ২:১৪ অপরাহ্ন /
‘আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিলেট নগরীর দরগাহ মহল্লা পায়রাস্থ ‘আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফলপ্রকাশ, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ সম্পন হয়। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ।
শিক্ষাসচিব মাওলানা ফুজায়েল আহমদ ও হাফেজ ফয়ছল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা হাফিজ আছাদ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লাউয়াই আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা রওনক আহমদ সাহেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর-রশীদ ইন্সটিটিউট এর পরিচালক মাওলানা সাদিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-কুরআন শিক্ষা কেন্দ্রের সহকারি পরিচালক মুফতি মাওলানা আব্দুল্লাহ চৌধুরী, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সিলেট বিভাগের নির্বাহী সদস্য হাফিজ ফয়সল আহমদ, মাওলানা সাহান, শিক্ষকদের মধ্যে ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম , বেলাল আহমদ,  অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ছাদিকুর রহমান, সাংবাদিক আজমল আলী, তৌহিদ আহমদ, আ. ক. ম. বদরুল আলম, মোঃ সবুজ মিয়া, মোঃ সাব্বির হোসেন প্রমুখ।
পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রধান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট ও এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ইসলামী আধুনিক তৃমুখী শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি নুরানী তা’লীমুল কুরআন বোর্ড কেন্দ্রীয় সনদ পরিক্ষার ফলাফল সহ সুনামের সাথে দিন দিন এগিয়ে যাচ্ছে। শিক্ষক ও অভিভাবক সহ এলাকার সকলের আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে। তারা নতুন প্রজন্মকে যুগোপযোগী ও প্রতিযোগীতামূলক শিক্ষায় গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আগামী দিনের নতুন প্রজন্মকে ইসলামি ও আধুনিক শিক্ষায় এগিয়ে নিতে আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে শিক্ষকমণ্ডলী  অভিভাবকবৃন্দ ও এলাকার সকলের প্রতি আহ্বান জানান। পরিশেষে জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুন নুর শায়খে (সদর ঘাটি) ও পায়রা সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু সাহেব ও এলাকার অন্যান্নদের জন্য রোগমুক্তির জন্য দোয়ার মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।