https://shikhabd.com/google0928d57da4654288.html
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে সিলেট শহরের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দৌড় প্রতিযোগিতার নতুন এক অধ্যায় রচিত হলো। সুপ্রিম রানার কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত “সিলেট ৭.৫ কিলোমিটার উইন্টার ওয়ার্ড ম্যারাথন ২০২৪”-এ অংশ নেন প্রায় ৪০০ প্রতিযোগী। নারী ও পুরুষ উভয়ের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই প্রতিযোগিতা।
ম্যারাথনটি ভোর ৬টা ৩০ মিনিটে কাজী জালাল উদ্দিন স্কুলের সামনে থেকে শুরু হয়ে সিলেটের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। ১৮ নম্বর ওয়ার্ডের তরুণদের এই অনুপ্রেরণামূলক উদ্যোগ ক্রীড়াপ্রেমীদের মন জয় করে নেয় এবং সিলেট শহরের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ফিনিশার পদক অর্জন করেন মো. আরিফ উদ্দিন ওলি। প্রতিযোগিতা শেষে তিনি বলেন, “এই অর্জন শুধু আমার নয়, এটি পুরো বাংলাদেশের। আমি দেশের লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে তুলে ধরেছি আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু বার বার তুলে ধরার স্বপ্ন দেখি আমি মো. আরিফ উদ্দিন ওলি।”
মো. আরিফ উদ্দিন ওলি শুধু ম্যারাথনেই নয়, বক্সিং, মার্শাল আর্ট, কারাতে, উশু, তাইকোন্ডো ও ইয়োগাসহ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তার প্রতিটি পদক ও সম্মাননা দেশের গৌরব বৃদ্ধি করেছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।
“সিলেট ৭.৫ কিলোমিটার উইন্টার ওয়ার্ড ম্যারাথন ২০২৪”-এ জাতীয় পতাকার সম্মান নিয়ে মো. আরিফ উদ্দিন ওলির এই অর্জন নিঃসন্দেহে ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার এই সফলতা দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :