https://shikhabd.com/google0928d57da4654288.html
মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে দিনব্যাপী আবৃত্তি ও সাহিত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় সিলেট মুরারিচাঁদ ( এমসি) কলেজ প্রাঙ্গণে কর্মশালাটি উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মোঃ রিয়াজ। সম্মানিত অতিথি ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো আকমল হোসেন, মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোঃতোফায়ে আহম্মদ।
সকালে প্রথম পর্বে ছন্দ বিষয়ে কর্মশালাটি করান ছড়াকার কামরুল আলম। দ্বিতীয় পর্ব সংস্কৃতির আড্ডায় মাতিয়ে রাখেন বিমান তালুকদার। তৃতীয় পর্বে আবৃত্তিতে মুখের ব্যায়াম ও উচ্চারণ বিষয়ে কর্মশালাটি করান মুক্তাক্ষরের আবৃত্তি প্রশিক্ষক বিমল কর। স্বরবর্ণ প্রয়োগ, নিয়মের কলাকৌশল ব্যবহারিকভাবে হাতে কলমে বুঝিয়ে দেন বিমল কর। শত শিক্ষার্থীরা আনন্দের সহিত ব্যায়াম ও বর্ণ উচ্চারণ কৌশল গ্রহণ করে। বিকেল সাড়ে ৪ টায় কর্মশালার সমাপনী শেষে উপস্থিত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অধ্যাপক আবুল আনাম মোঃ রিয়াজ। উপস্থিত সকল প্রশিক্ষকদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :