https://shikhabd.com/google0928d57da4654288.html

ক্যাব জয়পুরহাট জেলা শাখার  উদ্দগে মানববন্ধন ও জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারক লিপি প্রদান


Shikha BD প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ২:৪৮ অপরাহ্ন /
ক্যাব জয়পুরহাট জেলা শাখার  উদ্দগে মানববন্ধন ও জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারক লিপি প্রদান

মোঃ রুহুল আমিন পারভেজ, জেলা প্রতিনিধি জয়পুরহাট :: দুনীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লোভের কারণে আলু,পেঁয়াজ ও খোলা সয়াবিন  তেল সহ নিত্যপ্রয়োজনীয় পন্যের অস্বাভাবিক  মূল্যবৃদ্ধির প্রতিবাদে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জয়পুরহাট জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সোমবার ২ ডিসেম্বর  সকাল ১১টায় জয়পুরহাট জেলার জিরো পয়েন্ট পাচুর মোড়ে  কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্দেগে ১ ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সভাপতি  মোঃ আব্দুস সালাম সরদার কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)জয়পুরহাট জেলা শাখা সহ সভাপতী মোঃ আনিছুর রহমান আনিস সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম নয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন পারভেজ কোষাধ্যক্ষ তামিম সহ অনন্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারকলিপি প্রদান করেন ক্যাবের নেতারা।