ডেক্স :: জাতীয় দৈনিক বাংলাদশ সমাচারের সিলেট প্রতিনিধি সাংবাদিক বিষু দেবনাথের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬ ঘটিকার সময় ভাটপাড়া ও মুকির পাড়া এলাকার মধ্যস্হানে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারিরা বিষু দেব নাথের উপর হামলা চালিয়ে তার কাছ থেকে ব্যবসায়িক টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারিরা বিষুকে লাটি সোটা নিয়ে হামলা চালায় এবং কিল ঘুষি মারে। হামলার শিকার বিষু দেবনাথ জানান, হামলাকারিরা বার বার রতন মোহন্ত নামে একজনকে বলে দাদা এই শুনুন পিটাচ্ছি। পরে হামলার ভিডিও নিয়ে একজন রতন মোহন্তর কাছে রওয়ানা দেয়। যাওয়ার আগে বলে টাকা রেডি রাখেন।
বিষু দেব নাথ হামলার পর পরই তার সহকর্মীদের ঘটনাটি জানান। পরে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
আহত বিষু জানান, তিনি মঙ্গলবার দুপুরে শাহপরান থানাধীন ইসলামপুরের নুরপুর এলাকার রিয়াজ আলীর ছেলে কুতুব উদ্দিনের বিরুদ্ধে একটি জিডি করেন নং:- ১০৬৮।
জিডিতে তিনি উল্ল্যেখ করেন দুর্নীতির সংবাদ প্রচার করায় কুতুব উদ্দিন হুমকি দিচ্ছেন। বিষু দেবনাথ জিডিতে উল্ল্যেখ করেন, কুতুব উদ্দিন ও রতন মোহন্ত তাকে প্রাননাশের হুমকি ও বাড়ি ঘরে হামলার করে এলাকা ছাড়া করবেন বলে জানান।
করায় কুতুব উদ্দিন হুমকি ধামকি দিচ্ছেন। বিষু দেবনাথ জিডিতে উল্ল্যেখ করেন, কুতুব উদ্দিন বিষু দেবনাথের বাড়িঘর ভাঙ্গচুর করবেন এবং তাকে হত্যা করে লাশ গুম করবেন।
জিডি করার কয়েক ঘন্টার মধ্যে বিষু দেবনাথের উপর হামলা হয়। হামলাকারিরা বিষুকে মোবাইল ফোনে কল দিয়ে নিউজ সংক্রান্ত বিষয়ে কথা আছে বলে ভাটপাড়ার ও মুখিরপাড়ার মধ্যস্হানে যাওয়ার কথা বলে। তিনি সরল মনে সেখানে যান। ঘটনাস্হলে যাওয়ার পর ৩/৪ জন যুবক থাকে ঘিরে ফেলে এবং রতন মোহন্ত ও কুতুব উদ্দিনের সাথে সমস্যা কি এ বলেই হামলা চালায়।
বিষু কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারিরা তার কাছ থেকে ব্যবসায়িক টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এবং তাকে মারতে থাকে। এক পর্যায়ে তিনি নিজেকে বাচাঁতে দৌড় দেন।
উল্ল্যেখ্য যে, রতন মোহন্তের সাথে পুজা নিয়ে বিষু দেবনাথের কয়েকদিন যাবৎ বাকবিতন্ডা চলছে। ইতিমধ্যে রতন মোহন্ত বিষু দেবনাথকে দেখে নেয়ারও হুমকি দেন। এ ঘটনায় বিষু দেবনাথ শহপরান থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
আপনার মতামত লিখুন :