https://shikhabd.com/google0928d57da4654288.html

সংবাদ প্রকাশ না করতে ৫ লক্ষ টাকায় মিডিয়া ম্যানেজ


Shikha BD প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৪, ৩:৪০ অপরাহ্ন /
সংবাদ প্রকাশ না করতে ৫ লক্ষ টাকায় মিডিয়া ম্যানেজ

হাসান জুলহাস :: সিলেটে সুলতান’স ডাইন খাওয়াচ্ছে পচা খাসির মাংস, সংবাদ প্রকাশ না করতে ৫ লক্ষ টাকায় ম্যানেজ ১৩ সাংবাদিক অফিসার। এই ঘটনা জানাজনি হলে শুরু হয় তোলপাড়,  সমালোচনার ঝড়। সচেতন মহল সিলেটের সাংবাদিকদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সুলতান’স ডাইন এর পচা মাংসের সরবরাহকারী প্রতিষ্ঠানে হানা দিয়ে স্থানীয় জনতা মাংস জব্দ করেন। এ সময় সুলতান‘স ডাইনের মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান মা-বাবার দোয়ার কর্মচারী মোহাম্মদ সুমনকে জনতা আটক করে। ঘটনাটি ধামাচাপা দিতে ম্যানেজের চেষ্টা করে সুলতান’স ডাইন কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ অক্টোবর)  সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার মেঘনা-বি-৩৩  ইমন হাউজিং এলাকার একটি ভাড়া বাসায়। জনতার হাতে আটক সুৃমন জানান, সুলতান’স ডাইনকে এভাবেই মাংস সরবরাহ করা হয়ে থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে চরম বিরক্ত ছিলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকালে স্থানীয় কয়েকজন যুবক সেখানে যান এবং দেখতে পান ওই বাসায় খাসির মাংস মজুদ করে রাখা হয়েছে। পরে জান যায় এগুলো সুলতান’স ডাইনের খাসির মাংস।

এ সময় যুবকরা স্থানীয় মুরব্বিদের শরণাপন্ন হলে  সুলতান’স ডাইনের কর্তৃপক্ষকে অবহিত করা হয়, তারা এসে স্থানীয় এক ব্যক্তির বাসায় বসে বিষয়টি মিটমাটের চেষ্টা করেন।

মাংস সরবরাহকারী মা-বাবার দোয়া প্রতিষ্ঠানের কর্মচারী মোহাম্মদ সুমন বলেন, আমাদের দোকান আছে ঢাকার কাপ্তানবাজারে। খাসিগুলো সেখানে জবাই করা হয়। পরে সেখান থেকে মাংসগুলো বস্তায় ভরে বাসে করে সিলেটের কদমতলীতে আনা হয়। সেখান থেকে আমরা কয়েকজন গিয়ে সেগুলো এখানে নিয়ে আসি। পরে মাংসের সাইজ করে সুলতান’স ডাইনে সাপ্লাই দেই। তিনি আরো বলেন, আমরা প্রতিদিন ২০০ থেকে ২৫০ কেজি খাসির মাংস ঢাকা থেকে নিয়ে আসি এবং সকালে এনে সেগুলো বিকালে সাপ্লাই দেই। তবে খাসির মাংসে এত দুর্গন্ধ থাকার কারণ সঠিকভাবে বলতে পারেননি তিনি।

সংগ্রহশালার পাশে থাকা একটি বাসার ভাড়াটিয়া রণজিত সরকার বলেন, আমার পাশের ঘর থেকে সিলেট সুলতান’স ডাইনে মাংস দেয়া হয়। প্রথমে আমার পার্শ্ববর্তী ঘরে মাংস কাটা হতো। আমরা বাসার মালিকের কাছে অভিযোগ দেয়ায় এখন আর ঘরে না করে বাসার পাশের বাউন্ডারিসংলগ্ন জায়গায় মাংস ধোয়া ও কাটাকাটির কাজ করে। এখানে প্রচুর দুর্গন্ধ হয়, যা আশেপাশে ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, এক মাস ধরে আমরা এ সমস্যায় ভুগছি। মাংস ভালো না তাই এত দুর্গন্ধ বের হয়। যদি মাংস ভালো হতো তাহলে নিশ্চয়ই সেগুলো থেকে দুর্গন্ধ বের হতো না।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সুলতান’স ডাইনের ম্যানেজার (অপারেশনস) জুলকার আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, আপনারা কি কোন প্রমাণ পেয়েছেন যে এই মাংস আমরা ওদের কাছ থেকে সংগ্রহ করি? পরে সেখানে থাকা সাংবাদিকরা জানান, তাদের কাছে প্রমাণ আছে। পরে তিনি মাংস সংগ্রহের কথা স্বীকার করেন।

এ সময় তিনি বলেন, আমরা প্রতিদিনকার মাংস প্রতিদিনই কাজে লাগাই। কোনো ফ্রোজেন মাংস আমরা ব্যবহার করি না। পরে উপস্থিত সাংবাদিকরা ঢাকার কাপ্তানবাজারে জবাই করা মাংস কিভাবে সিলেটে এনে ব্যবহার করেন- এ প্রশ্ন করলে তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এ বিষয়ে মুঠোফোনে সিলেট সুলতান’স ডাইনের পরিচালক সফিক এর সাথে পচা মাংসের বিষয়ে জানতে চাইলে এই প্রতিবেদককে বলেন এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রশাসন, পুলিশ নিয়ে আসেন দেখেন আমরা কি খাওয়াচ্ছি।

এদিকে, এ ঘটনার পর গণমাধ্যমে যাতে সংবাদটি প্রকাশ না পায় তার জন্য সাংবাদিকদের ম্যানেজ করার প্রস্তাব দেন সুলতান’স ডাইনের ম্যানেজার জুলকার আহমেদ। তার প্রস্তাবে ১৩ সাংবাদিক অফিসার নিজেদের টাকার কাছে বিক্রি করেন। তারা হলেন- (১) সময় টিভির অপু-নৌসাদ (২) ইন্ডিপেন্ডেন্ট টিভির বাপ্পা মজুমদার ও মোজাম্মেল (৩) নিউজ ২৪ টিভির নাজাত পুরকায়স্ত ও সেলিম আহমদ (৪) মাছরাঙা টিভির রাজন (৫) ডিবিসি নিউজের নয়ন নিমু (৫) মাইটিভি’র মৃনাল কান্তি দাস (৬) চ্যানেল-২৪ এর শিমুল (৭) বাংলাভিশনের আজমল আলী (৮) শ্যামল সিলেটের মৃদুল (মিডিয়া পার্টনার ) (৯) দেশটিভির ক্যামেরাপার্সন ও ইমজা’র সাধারণ সম্পাদক শ্যামানন্দ শ্যামল  (১০) ফেসবুক ভিত্তিক আধুনিক টিভির মামুন (১১) প্রাইম টিভির নোমান (১২) এসপি টিভির মাজিদ এবং (১৩) প্রবাস বাংলাটিভি, তারা সবাই ৫ লাখ টাকায় ম্যানেজ হয়েছে।  উল্লেখিত ১৩টি মিডিয়া কর্মীরা তথ্য উপাত্ত এনেও কেউ সংবাদ প্রকাশ করেননি।

সূত্র : সময় টিভি বাংলা (অনলাইন)