কী দাবি নিয়ে সোহেল তাজ যমুনার পথে


Shikha BD প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন /
কী দাবি নিয়ে সোহেল তাজ যমুনার পথে

ডেক্স :: ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি সোহেল তাজের। ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা, জাতীয় ৪ নেতাসহ মুক্তিযুদ্ধের সব সংগঠকদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং জেল হত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন সোহেল তাজ। প্রহরী-৭১ এর ব্যানারে জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্য ও কাপাশিয়ার জনগণ পদযাত্রা শেষে প্রধান উপদেষ্টা কাছে এসব দাবিতে স্মারকলিপি দেন।

রোববার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তাঁর সরকারি প্রেস সচিব সাব্বির আহম্মেদ।

এসময় সোহেল তাজ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা একক নেতৃত্বে আসেনি। আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর সবার অবদানকে সামনে আসতে দেয়নি।’

৩ বছর ধরেই এই ৩টি দাবি জানানোর কথা জানিয়ে সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এসব দাবি পূরণে বারবার বাধা দিয়েছে একটি কালো ছায়া। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এসব মানবে বলেও আশা জানান তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ।

এসময় সোহেল তাজ বলেন, ‘স্বাধীনতার নের্তৃত্ব দিয়েছিল যে দল সেই দল ক্ষমতায় থাকা সত্বেও এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছি। একটা সম্মেলিত প্রচেষ্টায় আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এক ব্যক্তি দিয়ে হয়নি, সকলকে নিয়েই হয়েছে।’