https://shikhabd.com/google0928d57da4654288.html
সজল ঘোষ :: শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ ‘কিশোর কিশোরী সংঘের ’ উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০ টায় প্রতিমা স্থাপন, রাত ৩টায় পূজা শুরু, রাত ৪টায় পুষ্পাঞ্জলি প্রদান ও ভোর ৫টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি, রাত ৮টায় আরতি প্রতিযোগিতা, রাত ১০টায় ধর্মীয় আলোচনা সভা ও রাত ২টায় প্রতিমা নিরঞ্জন। পূজোয় পুরোহিত্য করবেন কাব্য-জ্যোতিষ তীর্থ শ্রী প্রীতিরাজ চক্রবর্তী।
শ্রীশ্রী শ্যামাপূজায় সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ ‘কিশোর কিশোরী সংঘের’ সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র কমিটির সদস্য সাগর ঘোষ, বর্তমান সভাপতি সুমিত ঘোষ ও সাধারণ সম্পাদক কুশল ঘোষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :