https://shikhabd.com/google0928d57da4654288.html

গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে রওনক নওশীন সাদিবা


Shikha BD প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৪, ৩:১৯ অপরাহ্ন /
গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে রওনক নওশীন সাদিবা

এবারের ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শহরতলীর বটেশ্বরে অবস্থিত জালালাবাদ ক্যান্টেমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে রওনক নওশীন সাদিবা।

সে সিলেট নগরীর উপশহরের বাসিন্দা শামীম আহমদ ও মরহুমা জাহানারা বেগমের মেয়ে এবং  সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব বশির আহমদ ও সালেহা বেগমের নাতনি। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার গুংগাদিয়া গ্রামে।

রওনক নওশীন সাদিবা বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। এজন্য সে সকলের কাছে দোয়াপ্রার্থী। উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি পরিক্ষায় সে জিপিএ-৫ পেয়েছিলো।