https://shikhabd.com/google0928d57da4654288.html

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত


Shikha BD প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন /
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে সোমবার (৭ অক্টোবর) ‘পিঠ বাঁচাতে ছাত্রদলে ভিড়ছে ছাত্রলীগের কর্মীরা’ শিরোনামে গণমাধ্যমে একটি সংবাদ প্রচার হয়েছে। সংবাদ প্রচারের পরই বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হল। শিগগির উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।