https://shikhabd.com/google0928d57da4654288.html
শিখাবিডি ডেস্ক :: শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে পূজামন্ডপের আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় আখালিয়ায় সিলেট জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ভাবগাম্ভীর্য, আনন্দ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় সিলেট রেঞ্জেও চারটি জেলায় ২৬৩৮ টি পূজা মন্ডপে ১৬৭৯৮ জন আনসার ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সিলেট রেঞ্জে ০৫টি আনসার ব্যাটালিয়ন স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। স্টাইকিং ফোর্স টিম গত রবিবার থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত মোট ০৯ দিন নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আনসার-ভিডিপি সদস্যদের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় প্রশিক্ষণ প্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন। এ সময় তিনি বলেন বাহিনীর মহাপরিচালক অত্যন্ত পেশাদার ও চৌকস অভিভাবক। তিনি মহাপরিচালকের পক্ষ থেকে তাঁর নির্দেশনা মোতাবেক সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। সদা, সর্বদা ,সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, সিলেটের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় । এখানে সর্বত্র সুন্দর পরিবেশ ও উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে। এই সুন্দর এবং উৎসব মুখর পরিবেশকে কেউ যেন অসুন্দর করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।
তিনি আরো বলেন, সরকারের ব্যবস্থাপনায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে। পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক টিমেরও দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়। কমিউনিটি এলার্ট করে এবং পূজা উদযাপন কমিটির সাথে যথাযথ সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠ ও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও অন্যান্য সকল বাহিনী সব সময় পাশে আছে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
এবারে নিরাপত্তা ব্যবস্থা অত্যান্ত সুসমন্বয়ের মাধ্যমে নিশ্চিত হবে এবং হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল এডজুট্যান্ট এ এস এম এনামুল হক, সার্কেল এডজুট্যান্ট তানিয়া লাইজু খানম ও আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :