https://shikhabd.com/google0928d57da4654288.html
এই বয়সে এসেও গোলের পর গোল করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট প্রতিযোগিতায় আল নাসরের ২–১ গোলে জয়ের ম্যাচেও তিনি গোল করেছেন। সেই গোল উদযাপন করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তার সতীর্থ সালেম আল–নাজদি।
রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৭৬ মিনিটে ক্যারিয়ারের ৯০৪তম গোলটি করেন রোনালদো। আবদুল রহমান গারিবের পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে অসাধারণ গোলটি করে তিনি দুহাত আকাশের দিকে তুলে প্রয়াত বাবাকে স্মরণ করেন। ঠিক সেই সময়েই ডাগ-আউটে অদ্ভুত এক ঘটনা ঘটে।
অ্যাঙ্কেলের চোটে আক্রান্ত আল নাসরের ডিফেন্ডার সালেম আল–নাজদি বসে ছিলেন ডাগ-আউটে। ওই ম্যাচের একাদশে থাকলেও ৩৫ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন। রোনালদোর গোল উদ্যাপন করতে গিয়ে ২১ বছর বয়সী এই ফুলব্যাক নিজের আসন থেকে লাফিয়ে ওঠেন। আর তখনই খুব বাজেভাবে ডাগ-আউটের ছাদে তার মাথা ধাক্কা খায়।
সাথে সাথেই মাটিতে পড়ে যান সালেম। কয়েক মিনিটের জন্য তিনি জ্ঞান হারান। দ্রুত ছুটে আসেন আল নাসরের চিকিৎসকেরা। সে সময় খেলাও বন্ধ থাকে। এরপর এই ফুটবলারকে ড্রেসিংরুমে নিয়ে গিয়েও চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি হওয়ায় আর হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়েনি।
আপনার মতামত লিখুন :