https://shikhabd.com/google0928d57da4654288.html

সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তানজিন তিশা


Shikha BD প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন /
সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক :: নাটকের অভিনেত্রী তানজিন তিশা। তবে অভিনয় অনেকটা কমিয়ে দিয়েছেন। ভিন্ন ধারার গল্প ও চরিত্র পেলেই কাজ করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর ‘বিউটি কুইন’ নামে একটি নাটক। বিউটি পার্লারে কাজ করা এক তরুণীর যাপিত জীবনকে ঘিরেই এ নাটকের গল্প।

চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এ নাটকে একজন রূপসজ্জাকারীর চরিত্রে একেবারেই ভিন্ন এক তিশাকে দেখতে পেয়েছেন দর্শক। চরিত্রটি দিয়ে সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন তিশা।

তিনি বলেন, ‘অসংখ্য নাটকে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেছি। দর্শকের ভালোবাসা কুড়িয়েছি অনেক। তারপরও আত্মতৃপ্তির অভাব বোধ করেছি সব সময়। মনে হয়েছে, পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে হলে সেসব মানুষের গল্পই পর্দায় তুলে ধরা উচিত, যাদের আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু তাদের জীবনের গল্পটা পুরোপুরি জানা হয়ে ওঠেনি। সে কারণেই গত কয়েক বছর ধরে অভিনয়ের মধ্য দিয়ে নতুন সব চরিত্র পর্দায় তুলে আনার চেষ্টা করছি। এ নাটকে নারীর বেঁচে থাকার পেছনের গল্প এমনভাবে তুলে ধরা হয়েছে, যেখানে দর্শক তার পরিচিত মুখ ও চেনা জীবনের ছায়া খুঁজে পাবেন। নাটকটি অনেকের মনে ছাপ ফেলবে বলেও আমাদের ধারণা।’

এদিকে ওয়েব কনটেন্টেও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তানজিন তিশা। প্রস্তুতি নিচ্ছেন সিনেমার জন্যও।