https://shikhabd.com/google0928d57da4654288.html

ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান পি সি ফার্মার উদ্বোধন বৃহস্পতিবার


Shikha BD প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন /
ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান পি সি ফার্মার উদ্বোধন বৃহস্পতিবার

সিলেটে গুনগত ও মানসম্মত ঔষুধ বিক্রির মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্য ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান পি সি ফার্মার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট আশিয়ানা কমপ্লেক্সের ১নং দোকানস্থ পি সি ফার্মার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিঃ দ্রঃ পি সি ফার্মা সিলেট নগরীর যেকোন জায়গায় হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে। যেকোনো প্রয়োজনে ০১৭৭৩-৩৬৩০০৮, ০১৫১৮-৬৭৫৬৭২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো।