https://shikhabd.com/google0928d57da4654288.html

খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদকে সংবর্ধনা প্রদান


Shikha BD প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন /
খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদকে সংবর্ধনা প্রদান

খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশনের সদস্য ও সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ
এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ২ সেপ্টেম্বর সোমবার রাতে খোজার খলায় অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি শামীম আহমদ, জেসলু মিয়া, আজিজুর রহমান বাবুল, আকমল আলী মালাই, রুহেল আহমদ, ইকবাল কামাল, রিপন আলম, মোঃ মনিরুল ইসলাম সোহান, সামাদ হোসেন কাওছার, বিশিষ্ট মুরব্বী মোস্তফা আজাদ রুনু, হাজী লিয়াকত আলী প্রমুখ
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য ও সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।
অনুষ্ঠানে খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধিবৃন্দ সংবর্ধিত অতিথি প্রবাসী সাব্বির আহমদকে ফুলের তোড়া দিয়ে সংর্বধনা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের গর্বিত সন্তান। তারা সুদূর প্রবাসে থেকে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা উন্নয়ন ও মানব কল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ। তিনি প্রবাসে থেকে বাংলাদেশের বন্যা, করোনা সহ বিভিন্ন দুর্যোগে মানুষের কল্যাণে সহযোগিতার মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখছেন। যা প্রশংসনীয়। আগামীতে তিনি এ ধরনের মানব সেবামূলক ও দেশের কল্যাণে বেশি বেশি কাজ করার আহবান জানান বক্তারা।