https://shikhabd.com/google0928d57da4654288.html

সেপ্টেম্বর মাসেও হতে পারে বন্যা


Shikha BD প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪, ১:১৩ অপরাহ্ন /
সেপ্টেম্বর মাসেও হতে পারে বন্যা

শিখাবিডি ডেস্ক: গেলো আগস্ট মাসে বন্যার ধকল পুরোপুরি কাটার আগেই সেপ্টেম্বর মাসেও বন্যার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসে আরেক দফা বন্যা আঘাত হানতে পারে। এই স্বল্পকালীন বন্যার কারণ হতে পারে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢল।

গতকাল রোববার পূর্বাভাসে বলা হয়, সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হতে পারে। এসব লঘুচাপ নিম্নচাপেও রূপ নিতে পারে। দুই-তিনদিন বজ্রঝড় হতে পারে।

সেপ্টেম্বর মাসে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ওই পূর্বাভাসে বলা হয়।

দেশের পূর্বাঞ্চলসহ ১২ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। এরমধ্যেই নতুন করে বন্যার সম্ভাবনা।