https://shikhabd.com/google0928d57da4654288.html

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা শাখার কর্মী সভা


Shikha BD প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন /
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা শাখার কর্মী সভা

“ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন, ধর্মে নামে জামায়াত শিবির চক্রের সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করুন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় সিলেট নগরীর মাছিমপুরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই কর্মী সভার আয়োজন করা হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা শাখার সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. শামসুল ইসলাম এর পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক মো. শামসুল আলম সেলিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৪ দলের নেতা মো. আরিফ মিয়া, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, অধ্যক্ষ মিহির কান্তি দাস, অধ্যাপক জান্নাত আরা খাঁন পান্না, অধ্যক্ষ শামস উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মনোজ কপালী মিন্টু, সৈয়দ মিসবাহ, মনোরঞ্জন তালুকদার, সাংবাদিক সাজলু লস্কর, আলেক মিয়া, ডা. তাপষ দেব রাহুল, ডা. আব্দুল বাশার জুয়েল, মো. আতাউর রহমান, ডা. আফরাদুল ইসলাম, শামীম আহমদ, খালেদ মিয়া প্রমুখ।