https://shikhabd.com/google0928d57da4654288.html

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট মহানগর শাখার শ্রদ্ধা নিবেদন


Shikha BD প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৪, ২:২৯ অপরাহ্ন /
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট মহানগর শাখার শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট মহানগর শাখা।

শনিবার বিকেলে কমিটির নেতারা গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে পৌছেন। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন। পরে বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও বিশেষ দোয়ায় অংশ নেন নেতৃবন্দ।

কবর জিয়ারত শেষে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট কিশোর কুমার কর ও সাধারণ সম্পাদক এড. মো. জাহিদ সারওয়ার সবুজ সংগঠনের অন্যান্য নেতাদের সাথে নিয়ে পুরো সমাধিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ঘুরে দেখেন।

এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগরের সহ সভাপতি মো. আব্দুল কাদির, এড. মো. আনোয়ার হোসেন, সালাউদ্দিন বক্স সালাই, সৈয়দ মোজাফফর হোসেন রুহেল, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারন সম্পাদক ধ্রুব জ্যোতি দাস, এড. মোস্তফা দিলওয়ার আল আযহার, মো. ছয়েফ খান, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা চৌধুরী কয়েস, শ্রম সম্পাদক মো. তজম্মুল হোসেন, মুক্তিযুদ্ধ সম্পাদক এড দেবব্রত চৌধুরী লিটন, দপ্তর সম্পাদক দেবাশীষ দেবু, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আব্দুল মুকিত, সামাজিক যোগাযোগ সম্পাদক বদরুল ইসলাম বদরু, কৃষি ও সমবায় সম্পাদক বিপ্ন দাস বিশু বিক্রম, সহ প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম জুয়েল, সহ দপ্তর সম্পাদক এড দিদার আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. জালাল উদ্দিল সাবুল, এড আব্দুল মতিন, গোলাম মওলা চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. নুরুজ্জামান জুয়েল, পিংকু আব্দুর রহমান, আবুল মহসিন চৌধুরী মাসুদ, আশরাফুল ইসলাম খান জুয়েল, গোলাম আজম মনজু, এ কে এম মাহমুদুল হাসান সানি, মোহন আহমদ, মো. জুবায়ের আহমদ প্রমুখ।

এর আগে শুক্রবার বিকেলে ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ জননী জাহানারা ইমামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। ঐদিন দুপুর একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব সপ্নীলের বনানীর বাসায় সংগঠনের কেন্দ্রিয় নেতাদের সাথে মতবিনিময় করেন সিলেটের নেতৃবৃন্দ।

এসময় একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, সহ সম্পাদক শোভন হায়দায় চৌধুরীসহ কেন্দ্রিয় নেতারা উপস্থিত ছিলেন।