https://shikhabd.com/google0928d57da4654288.html
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সিলেটের শিক্ষার মান উন্নয়নে আমরা যারা দায়িত্বশীল পদে আছি তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। স্কুলের শিক্ষক বিশেষ করে প্রধান শিক্ষককে এ ব্যাপারে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষকতা একটি মহান পেশা। মা-বাবার পরই শিক্ষকের স্থান। শিক্ষকের সন্মান পণ্য নয়। এ সন্মান ধরে রাখতে হবে।
শনিবার (৬ জুলাই) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।
সেমিনারে উপসস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :