জাহিদপুর উইমেন্স কলেজের একাডেমিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন


Shikha BD প্রকাশের সময় : জুন ২৫, ২০২৪, ৪:৫৫ পূর্বাহ্ন /
জাহিদপুর উইমেন্স কলেজের একাডেমিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন

আলোকিত হও সুশিক্ষায়-বিকশিত হও মানব সেবায় শ্লোগানকে সামনে রেখে ছাতক উপজেলায় প্রথম মহিলা কলেজ জাহিদপুর উইমেন্স কলেজের একাডেমিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান গত ২৪ জুন সোমবার কলেজ ক্যাম্পানে সম্পন্ন হয়।

জাহিদপুর গ্রামের প্রবীন মুরুব্বি মখজ্জিল আলী’র সভাপতিত্বে এবং কলেজের উদ্দোক্তা, দাতা সদস্য ছাদিকুর রহমান ছাদিক ও এডভোকেট জুবায়ের আহমদ এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহিদপুর উইমেন্স কলেজ এর উদ্দোক্তা, আজীবন দাতা সদস্য ফারুক মিয়া হামদু। কলেজ বাস্তবায়ন কমিটির পক্ষে বক্তব্য রাখেন জাহিদপুর উইমেন্স কলেজে উদ্যোক্তা আজীবন দাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছানাওর আলী কয়েছ। কলেজের আজীবন দাতা সদস্য ও উদ্যোক্তাগণের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আফছর আলী, আবুল কাশেম আলীম, খালিছ মিয়া, তারিছ আলী, ফখরুল ইসলাম সেলিম, ছায়িদুর রহমান শায়েক।

জাহিদপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফিজ শাওন আহমদ ও খাদিজাতুল কুবরা রাঃ মহিলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষিকা সাবিনা জান্নাত মনি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচি উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ছাতকের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ছাতক কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দীন আহমদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জাহেদুল ইসলাম বিপ্লব, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিন, পালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুস্তাবুর রহমান, জাহিদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হক, চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিক আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী রাজনীতিবিদ যথাক্রমে এডভোকেট শামসুর রহমান, দবিরুল ইসলাম দবির, এটিএম তারেক, বুরহান উদ্দীন, ময়না মিয়া, মাষ্টার আব্দুল লতিফ, যুক্তরাজ্য প্রবাসী ময়নুল হক, ধন মিয়া মালদার, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, রাজনীতিবিদ সমাজকর্মী মুজিবুর রহমান মালদার, নুরুল গনি, ইরন মিয়া, ধন মিয়া, আব্দুল হেকিম, এটিএম কয়েছ, মাষ্টার শফিক আহমদ, মাওলানা ফজর আলী, আনর আলী, মঈজ উদ্দীন সাধু, নুর মিয়া, আবলুছ আলী তিত্ত্বাশাহ, মানিক মিয়া, ছামির উদ্দীন, গয়াছ মিয়া, ছুরত মিয়া, মাওলানা রফিক আহমদ, মাসুক আলী, আব্দুল হামিদ, জনাব আনছার আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, ফারুক মিয়া, আলী আহমদ সিলু, আফজল আলী, মাসুক মিয়া, মনির মিয়া, খায়রুল ইসলাম, নুরুল ইসলাম, আব্বাছ আলী, আব্দুল হাবিব, ছামির আলী, আব্দুল মতিন, সুন্দর আলী, ছাদ মিয়া, আলী আহসান আব্দুল্লাহ, ফজলু মিয়া, নেছার আলী, মাফিজ আলী, বাবুল মিয়া, তাহির আলী, শফিক মিয়া, ফারুক মিয়া, আনাব আলী, দবির মিয়া, জমির আলী, মজমিল আলী, সাহিন আহমদ, হাফিজ আলী, আবাব মিয়া, জিলু মিয়া, উকিল আলী, শিশন মিয়া, তাহসিন আহমদ, বাচ্চু মিয়া, আব্দুল্লাহ, আছাব মিয়া, আরব আলী কালাই, বাবু মিয়া, বদরুল আলম, রাসেল আহমদ, কফিল আহমদ, হায়দার আহমদ জামিল, শিশু মিয়া, ফয়সাল আহমদ, কাওসার আহমদ, সুয়েব আহমদ, সোনা মিয়া, ইরন মিয়া, জমির আলী, জায়েদ আহমদ টিপু, এমরান আহমদ, লিলু মিয়া, রায়হান আহমদ, রহিম আলী, নজরুল আহমদ, আব্দুল মতিন, আবদুল শহীদ, খালেদ আহমদ প্রমুখ।