https://shikhabd.com/google0928d57da4654288.html

সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত


Shikha BD প্রকাশের সময় : জুন ৮, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন /
সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির জরুরী সভার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) বাদ মাগরীব কমিটির মধুশহীদ ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের নতুন এসেসমেন্ট ও সাবেক ধার্য্যকৃত হোল্ডিং ট্যাক্স বহাল রাখতে হবে এবং ভাড়াটিয়া বাসার অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নেওয়ার আইন বাতিলের জোর দাবি জানান।

বক্তারা আরো বলেন, সিলেটের ৭০% লোক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননা বলে যুক্তরাজ্যে এস টিভিতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দেওয়া সাক্ষাৎকারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্যাসের নতুন মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সিলেট মহানগর সচেতন নাগরিক কমিটির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল হোসেন আহমদ মামুন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পিয়ার উদ্দিন পিয়ার, মো. সালেহ আহমদ বাহার, জম জম বাদশা, শামীম আহমদ লোকমান, মো. বেলাল উদ্দিন, মো. আবিদ আহমদ, আবু দাউদ সোহেল, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ময়নূল ইসলাম, রুমেল আহমদ, আহছানুজ্জামান শহিদ, মো. ছাব্বির আহমদ, উজ্জল রঞ্জন চন্দ, মাহবুবুর রহমান, শেখ মো. কবির আহমদ, খসরুজ্জামান খসরু, কয়েছ আহমদ সাগর, মো. আব্দুর রহিম তালুকদার, সবুর আহমদ, মানিক মিয়া, মো. আফজল উদ্দিন প্রমুখ।