https://shikhabd.com/google0928d57da4654288.html

চা শ্রমিক সমম্প্রদায় ও বস্তি এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ


Shikha BD প্রকাশের সময় : জুন ২, ২০২৪, ১২:০২ অপরাহ্ন /
চা শ্রমিক সমম্প্রদায় ও বস্তি এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

চা শ্রমিক সমম্প্রদায় ও বস্তি এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

রবিবার (২ জুন) সকালে রিলায়েন্ট উইমেন ডেভলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় সিলেট সদরের লাক্কাতোরা চা বাগানের ৪০ জন মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার টাকা করে একালীন শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রিলায়েন্ট উইমেন্ট ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) এর নিবার্হী পরিচালক সমীতা বেগম মীরা, এডমিন এন্ড একাউন্স অফিসার মো. মহসিন রেজা, প্রোগ্রাম সুপারভাইজার মো. জাহিদুল ইসলাম রশিদ, প্রোগ্রাম অফিসার বাবুল কুমার সিংহ, লাক্কাতোরা চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সিতু লোহার, আরডব্লিউডিও এর স্কুল শিক্ষিকা রেবা সিনহা, স্বপ্না দেব, ভলান্টিয়ার মরিয়ম সরকার প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) শিক্ষা বৃত্তি উপকারভোগী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।