https://shikhabd.com/google0928d57da4654288.html

প্রয়াত পাগল হাসান এর জন্মদিন উপলক্ষে শাহজালাল মাজার দোয়া ও মিলাদ মাহফিল


Shikha BD প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ১:৩২ অপরাহ্ন /
প্রয়াত পাগল হাসান এর জন্মদিন উপলক্ষে শাহজালাল মাজার দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশের জনপ্রিয় গীতিকার সুরকার কণ্ঠশিল্পী প্রয়াত মতিউর রহমান হাসান (পাগল হাসান) এর জন্মদিন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুন) বাদ আসর শাহজালাল দরগা মাজার শরীফে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন সিনিয়র মিউজিয়াম ওয়াদুদ হোসেন, পাগল এক্সপ্রেস ব্যান্ডের সিনিয়র সদস্য শাওন কর, সিলেট মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমেদ, পাগল এক্সপ্রেস ব্যান্ড এর কিবোর্ডীস্ট ও পাগল হাসানের ঘনিষ্ঠ বন্ধু আজিজ মোহাম্মদ, সিলেট মহানগর ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরান আহমেদ, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী শাকিল, সাঈদ মেহেদী সাদী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিংকু সরকার, মোহাম্মদ ফয়ছল, ফজল আহমেদ, ইমন দাস, ধ্রুব কর, সুদীপ্ত দেব, দীপ্ত দেব, পিয়াল দত্ত, আবুল কালাম আজাদ ইমন, মোবারক দেওয়ানী, শাহীন আহমেদ, রুবেল আহমেদ, উজ্জ্বল আহমেদ, রফিক আহমেদ, সুজন পাল, তানভীর তালুকদার, শামিম আহমদ প্রমুখ।