https://shikhabd.com/google0928d57da4654288.html

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাংগঠনিক সভা


Shikha BD প্রকাশের সময় : জুন ১, ২০২৪, ১২:৫০ অপরাহ্ন /
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাংগঠনিক সভা

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা জুন) নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কার্যালয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসি এর সহযোগিতায় দিনব্যাপী এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়।

সাংগঠনিক সভায় বিভিন্ন জেলা থেকে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক উপশহর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. বাহার উদ্দিন, বিসিক জেলা কার্যালয়ের ডিজিএম মো. সুহেল হাওলাদার, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জহুরা আক্তার, মনোয়ারা, মাকসুদা আহমদ লাভনী, শাহানাজ পারভীন, রানু বেগম, রাজিয়া সুলতানা, রুবিয়ান খান, খাদিজা শারমিন, সেলিনা আক্তার, রোকেয়া নাসরিন, রুমা আক্তার, তাসলিমা আক্তার, সেলিনা বেগম প্রমুখ।

সাংগঠনিক সভায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সদস্যদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।