https://shikhabd.com/google0928d57da4654288.html
বাংলাদেশ ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সিলেট সোসাইটির উপদেষ্টা, কাউন্সিলের সদস্য মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, আর্তমানবতার সেবায় কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। ইসলামের শিক্ষার দুর্যোগ, দুর্ভোগ, দুর্দিনে সর্বশক্তি ব্যয় করে বিপদ গ্রস্তদের পাশে দাঁড়ানো। অর্থ ও খাদ্য সহায়তা, ত্রাণসামগ্রী বিতরণ, পুনর্বাসনের ব্যবস্থা এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা, এটা ঈমানের দাবি।
তিনি আরো বলেন, এ জাতীয় কাজে মহান আল্লাহ পাক খুশি হন। কোরআন ও হাদিসে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ বিষয়টি আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদাররা, আমি তোমাদের যে জীবনের উপকরণ দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বেই যেদিন কোনো বেচাকেনা, বন্ধুত্ব এবং সুপারিশ থাকবে না।
তিনি শুক্রবার (৩১ মে) রাত ৮টায় সিলেট সদর উপজেলার বাদাঘাট কেন্দ্রীয় কারাগার সংলগ্ন জামেয়া হজরত শাহজালাল (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত সিলেটের বৃহত্তম সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন সিলেট সোসাইটির মেহমান খানার পক্ষ থেকে গরীব-মিসকিন ও এতিমদের মধ্যে খাবার বিলিয়ে দেওয়ার গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার, সংগঠনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়কারী রোটারিয়ান পিপি শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার আছে। মানুষ-মানুষের জন্য, প্রয়োজনে একে অন্যের দ্বারস্থ ও মুখাপেক্ষী হতে হয়, আবার বিপদে একে অপরের পাশে দাঁড়াতে হয়। একজনকে অন্যজনের হাসি-কান্না ও সুখ-দুঃখের সাথি হতে হয়। সামান্য বিবেক সম্পন্ন ব্যক্তি কাউকে বিপদ সংকুল দেখে মুখ ফিরিয়ে নিতে পারে না। তিনি অসহায়, এতিম-মিসকিনদের পাশে দাড়ানোর পাশাপাশি, সিলেটে বন্যায় আক্রান্ত মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য এডভোকেট এম এ সালেহ চৌধুরী, প্রতিষ্টানের প্রিন্সিপাল আলহাজ্ব কারী মাওলানা আজিজুল ইসলাম সিরাজী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক এমএ ওয়াহিদ চৌধুরী, সম্প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জুবের আহমেদ সার্জন, যুব ইউনিটির ডাঃ জাকির হোসেন, তারেক জাহান চৌধুরী, স্টুডেন্ট ইউনিটির সদস্য সচিব তাওহীদ জাহান চৌধুরী।
আলোচনা সভায় সভা শেষে দেশ ও জাতীকে বিভিন্ন দূর্যোগ থেকে হেফাজতের জন্য দোয়া করা হয় এবং কোমলমতি হাফিজদের রাতের খাবার পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :