https://shikhabd.com/google0928d57da4654288.html

পশ্চিমবঙ্গে রেমালের দাপটে প্রাণ হারালেন ৫ জন


Shikha BD প্রকাশের সময় : মে ২৮, ২০২৪, ৭:০৯ পূর্বাহ্ন /
পশ্চিমবঙ্গে রেমালের দাপটে প্রাণ হারালেন ৫ জন

ঝড়বৃষ্টির কারণে অঘটন। তড়িদাহত হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মেমারির কলনাব গ্রামের কোঙারপাড়ার ঘটনায় চাঞ্চল্য। এছাড়া মহেশতলাতে ও তড়িদাহত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। এনিয়ে রাজ‍্যে রেমালের দাপটে প্রাণ হারালেন মোট ৫ জন।

রবিবার (২৬ মে) থেকে মেমারিতে তীব্র ঝড়বৃষ্টি। সোমবার (২৭ মে) সকালে মেমারির কলনাবগ্রামের কোঙারপাড়ার একটি কলাগাছ ভেঙে পড়ে। তার উপরে গিয়ে পড়ে বিদ‍্যুৎবাহী তার। তা সরাতে যান হরে সিংহ (৬০)। তিনি অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে। বাবাকে জ্ঞান হারাতে দেখে নিজেকে সামলাতে পারেননি তরুণ সিংহ (৩০)। তিনিও দৌড়ে যান। বাবাকে সুস্থ করার চেষ্টা করেন। লুটিয়ে পড়েন ছেলে তরুণ ও। ২ জনকে উদ্ধার করে বর্ধমান ২ নম্বর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, তড়িদাহত হয়ে প্রাণ গিয়েছে বাবা ও ছেলের। এই ঘটনায় শোকে কাতর পরিবারের লোকজন।

অপরদিকে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ৩৩ নম্বর ওয়ার্ডের নুঙ্গি মেটেপাড়ায় বাড়িতেই তড়িদাহত হয়ে প্রাণ হারান এক মহিলা। তাপসী দাস নামে ওই মহিলাকে প্রতিবেশীরা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদেরকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এর আগে রেমালের দাপটে প্রাণহানীর খবর মিলেছে কলকাতা ও নামখানাতে ও। রবিবার (২৬) রাতে ঝড়বৃষ্টিতে মাঝে ১৫ নম্বর বাগান এলাকার বাসিন্দা শেখ সাজিদ নামে একব‍্যক্তি প্রাণ হারান। নামখানার মৌসুনির বাগডাঙায় অশীতিপর এক ব‍ৃদ্ধা নিজের বাড়িতেই প্রাণ হারান। সবমিলিয়ে এখন ও পর্যন্ত রেমালের দাপটে প্রাণ হারালেন মোট ৫ জনের।