https://shikhabd.com/google0928d57da4654288.html
শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ২৫৬৮ বুদ্ধবর্ষ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও শিশুদের মাঝে পানি বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ মে) সিলেট মহানগরীর ঘাসিটোলা, কলাপাড়া, নবাবরোড, শেখঘাট এলাকার অসহায় মানুষের মাঝে প্রায় পাঁচশত রান্না করা খাবারের প্যাকেট ও পাঁচশত পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি তপতি বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, মহানগর হাসপাতাল এর পরিচালক মাসুদ আহমেদ, সহকারী অধ্যাপক শিব্বির আহমেদ, রমা বড়ুয়া, শেলু বড়ুয়া, টিনা বড়ুয়া, সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয় প্রমূখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া।
আপনার মতামত লিখুন :